আবারো আটক সাত মহিলা ও যুবক মিলিয়ে আটক এত বাংলাদেশী, ধৃত রাজ্যের পঞ্চাশোর্ধ এক টাউট

চড়িলাম, ১১ মে : আবারো অবৈধ অনুপ্রবেশের দায়ে আগরতলা রেলস্টেশন থেকে সাতজন মহিলা ও এক যুবক সহ আট বাংলাদেশী নাগরিককে আটক করেছে জিআরপি। সাথে পঞ্চাশোর্ধ এক ভারতীয় টাউটকে আটক করা হয়েছে। তাঁদের কাছ থেকে বৈধ নথিপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছেন জিআরপি থানার ওসি তাপস দাস।

আগরতলা রেল স্টেশনকে ব্যবহার করে প্রতিনিয়ত বহিঃরাজ্যে আদান প্রদান হচ্ছে গাঁজা সহ বিভিন্ন নেশা সামগ্রী। তেমনি অবৈধভাবে বাংলাদেশি নাগরিকরা বহিঃরাজ্যে পারাপারের জন্য আগরতলা রেলস্টেশনকে ব্যবহার করে থাকে। যা রাজ্য সহ দেশের নিরাপত্তা ব্যবস্থার পক্ষে খুবই বিপদজনক।শনিবার সকালেও এমনই ঘটনায় রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারো প্রশ্ন উঠেছে। বিএসএফের কড়া নজরদারি ফাঁকি দিয়ে সীমান্ত ডিঙিয়ে অনুপ্রবেশ গভীর উদ্বেগের বলে জনসাধারণের চর্চায় উঠে এসেছে।।

জিআরপি থানার ওসি তাপস দাস জানিয়েছেন, আজ সকালে ৮ জন বাংলাদেশি এবং ১ জন ভারতীয় টাউটকে আগরতলা রেলস্টেশন থেকে আটক করেছে পুলিশ। তাদের সকলকে রেলস্টেশন চত্বরে ঘোরাঘুরি করতে দেখে রেল পুলিশের সন্দেহ হয়। প্রথমে তাদের গন্তব্য কোথায় জিজ্ঞেস করা হলে সকলেরই বয়ানে অসংলগ্নতা পাওয়া যায়। তখনই তাদেরকে আটক করে জিআরপি থানায় নিয়ে গিয়েছে।

তিনি আরো জানিয়েছেন, সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে আটকৃত আটজন মুম্বাই এবং পুনে যাওয়ার উদ্দেশ্যে রেলের জন্য অপেক্ষা করছিল। আটককৃতদের মধ্যে আটজন মহিলা, তারা সকলেই বাংলাদেশী নাগরিক। আটককৃত মহিলারা হলেন, তানিয়া হাসান শেখ(২৬) বাড়ি মনিরামপুর, সাথী খাতুন(৩৫) বাড়ি দিয়াপাড়া আদ্রাসা , মাজেদা বিশ্বাস(৩১), সুমি শেখ (২৮), বাড়ি নোয়াখলা,রুপা শেখ (২৬) বাড়ি ইকবাল নগর , রিজোয়ান শেখ(২৭) বাড়ি হারালিয়া, বিউটি খাতুন( টুম্পা)২৭ বাড়ি শেখরঘাটি,সুপ্রিয়া শেখ(৩৬) বাড়ি লস্কর পাড়া অপর একজন ভারতীয় টাউট সেন্টু কুমার দেব(৫৯) বাড়ি সিপাহীজলা জেলার বক্সনগর পশ্চিম পাড়ার বাসিন্দা। তারা সবাই মুম্বাই এবং পুনে যেতে চেয়েছিল অবৈধভাবে। তাদের কারো কাছে বৈধ কাগজ নেই। তাদের বিরোধে আগরতলা জিআরপি থানায় একটি মামলা নেওয়া হয়েছে। শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস।