শিলচর (অসম), ১১ মে (হি.স.) : কাছাড় পুলিশের পৃথক দুই অভিযানে উদ্ধার হয়েছে প্রায় সাত কোটি টাকার হেরোইন। মাদক পাচারের সঙ্গে জড়িত অভিযোগে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত ধলাই থানাধীন চান্নিঘাট এলাকায় অভিযান চালানো হয়েছিল। পৃথক পৃথক অভিযানে ৭.৫০ এবং ১.২ কিলোগ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। হেরোইনগুলি ৫৫টি সাবান কেসে ভরতি করা ছিল। দ্বিতীয় অভিযানে ৪৫টি সাবানের কেস থেকে উদ্ধার হয়েছে হেরোইন।
তিন মাদক পাচারকারীকে ধরতে পুলিশকে দুই রাউন্ড গুলি ছুঁড়তে হয়েছিল। বহু দূর ধাওয়া করে প্রথমে তমিজুর রহমান নামের একজনকে পাকড়াও করা হয়। পরে বাকি দুজনকে ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে ধলাই থানায় এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

