সেবক-রংপো রেল প্রকল্পের শ্রমিকের মৃত্যু

দার্জিলিং, ১০ মে (হি.স.) : সেবক-রংপো রেল প্রকল্পের কাজ চলাকালীন মৃত্যু হল স্থানীয় এক শ্রমিকের ৷ মৃতের নাম শম্ভু ছেত্রী ৷ বয়স ৪১ বছর ৷ বৃহস্পতিবার রাতে রেল প্রকল্পের ১ নম্বর সুড়ঙ্গে কাজ করার সময় ঘটে এই বিপত্তি৷

প্রত্যক্ষদর্শীদের মতে, সুড়ঙ্গের গুদামে কাজ করার সময় লোহার ব্লক শ্রমিকের মাথার উপর পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই শ্রমিকের। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। যদিও ঘটনাটি অস্বীকার করেছে প্রকল্পের দায়িত্বে থাকা সংস্থা৷

ইন্ডিয়ান রেলওয়ে কনসট্রাকশন ইন্টারন্যাশনাল লিমিটেড বা ইরকন-এর প্রোজেক্ট ডিরেক্টর মহিন্দার সিং বলেন, “সুড়ঙ্গের মধ্যে কোনও ঘটনা ঘটেনি। সেবকে একটি ঠিকাদারি সংস্থার অফিস ঘর তৈরির সময় দুর্ঘটনাটি ঘটেছে। তবে যাই হোক ঘটনাটি বেশ মর্মান্তিক।”

উল্লেখ্য, কাজ শুরু হওয়ার পর থেকেই সেবক-রংপো রেল প্রকল্পে ১১ জনের মৃত্যু ঘটেছে৷ সম্প্রতি কাজ করার সময় বোল্ডার পরে মৃত্যু হয় এক শ্রমিকের৷ গুরুতর আহত হন আরও দুই শ্রমিক৷ ফের একই ঘটনা ঘটায় শ্রমিকদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন৷

অন্যদিকে, উত্তরকাশী সুড়ঙ্গে বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে সেবক-রংপো রেল প্রকল্পের সুড়ঙ্গে কর্মরতদের জন্য অতিরিক্ত নিরাপত্তা ও সুরক্ষায় বিশেষ উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ৷ কিন্তু তারপরও কীভাবে এই ঘটনা ঘটল, উঠছে প্রশ্ন৷

এদিনের ঘটনার পর আরও উত্তেজিত হয়ে ওঠে স্থানীয়রা৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় সেবক ফাঁড়ির পুলিশ৷ ঘটনার তদন্ত শুরু করেন তাঁরা৷ কী করে ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে৷ প্রসঙ্গত, বুধবার ৮ নম্বর সুড়ঙ্গের কাজ সফলভাবে শেষ করেছে ইরকন। ২০২৫ সালের ১৫ আগস্ট সেবক থেকে রংপো পর্যন্ত রেল চলাচলের পরিকল্পনা রয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আধিকারিকরা৷