ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আন্তর্জাতিক আসরে সাফল্যের অদম্য ইচ্ছা সাঁতারু বিনীত, সমীরদের। একরাশ প্রত্যাশা নিয়েই আন্তর্জাতিক সিটি প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপের লক্ষ্যে রওনা হলেন রাজ্যের দুই প্যারা সুইমার সমীর ও বিনীত। সঙ্গে রয়েছেন তাদের কোচ দীপক দাস। আপাতত আগামী দুদিন দিল্লিতে তালকোটরা স্টেডিয়ামে অনুশীলন করবে তারা। এরপর ১৩মে রওনা হবেন সিঙ্গাপুরের উদ্যেশ্যে। ১৪মে থেকে ১৯মে সিঙ্গাপুরে হবে এই চ্যাম্পিয়নশিপ। ভারতের হয়ে এবারই প্রথম রাজ্যের দুজন প্যারা সুইমার অংশগ্রহণ করবেন আন্তর্জাতিক এই আসরে। যাবার পূর্বে দপ্তর,পর্ষদ সহ অনেকেই তাদের শুভেচ্ছা জানালেন। শুক্রবার আগরতলা বিমান বন্দরে ছেলেকে আরো অধিক ভাবে মনের জোর যোগাতে উপস্থিত হলেন সমীর বর্মনের মা ও বাবা। সমীর ও বিনিতের সফলতা কামনা করলেন তারা দুজনেই। সম্প্রতি ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব থেকেও উদীয়মান এই দুই সাঁতারুকে শুভেচ্ছা স্মারকে সংবর্ধিত করা হয়েছে।
2024-05-10