ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। পড়াশোনার মত খেলাধুলাতেও দক্ষতার পরিচয় দিল নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ছেলেরা। টিসিএ আয়োজিত সদর আন্তঃ স্কুল টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রথম দিনে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন ৭ উইকেট এর ব্যবধানে শ্রী শ্রী রবি শংকর বিদ্যামন্দিরকে পরাজিত করেছে। এই জয় দিয়েই নেতাজি সুভাষ বিদ্যানিকেতন গ্রুপ লিগ অভিযান শুরু করেছে। বেলা একটায় নরসিংগড়ে পঞ্চায়েত গ্রাউন্ডে ম্যাচ শুরুতে টস জিতে শ্রী শ্রী রবি শংকর বিদ্যামন্দির প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। ১৮.২ ওভার খেলে সব কটি উইকেট হারিয়ে ১৬০ রান সংগ্রহ করে। জবাবে নেতাজি সুভাষ বিদ্যানিকেতন ১৫.৩ ওভার খেলে তিন উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের দ্বীপ দে ৪৩ বল খেলে আটটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে দুর্দান্ত ৫৪ রান সংগ্রহ করে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাবও পায়। বোলিংয়ে অর্পণ ভট্টাচার্য, অঙ্কুর শীল, রুদ্র সেনগুপ্ত ও স্পন্দন বনিক প্রত্যেকে দুটি করে উইকেট পেয়েছিল। শ্রী শ্রী রবি শংকর বিদ্যামন্দিরের সুশোভন চক্রবর্তী সর্বাধিক ২৭ রান সংগ্রহ করেছিল। রাজর্ষি দেবের ২৫ রানও উল্লেখ করার মতো।
2024-05-10