নিজস্ব প্রতিনিধি, আমবাসা, ১০ মে: জঙ্গলে গরু আনতে গিয়ে গাদা বন্দুকের গুলিতে আহত হয়েছেন এক জনজাতি ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার আমবাসা মহকুমার অন্তর্গত
হাদুকলকদোহা পাড়ার জঙ্গলে। আহত ব্যক্তির নাম লালথাজুহালা রিয়াং(৫৬)। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যারাতে।
এদিকে আহত ব্যক্তিকে তড়িঘড়ি কুলাই হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে আগরতলার জিবি হাসপাতালে রেফার করেছে। আহত ব্যক্তিকে কে বা কারা গুলি করেছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। এদিকে ঘটনার খবর পেয়ে আমবাসা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।