দিন দুপুরে চুরি করতে এসে হাতেনাতে আটক চোর 

আগরতলা, ৯ মে: বাজারে দিন দুপুরে চুরি করতে এসে হাতেনাতে আটক হয়েছে এক চোর। আটক চোরের নাম সুজিত দাস। বাড়ি দাম ছড়ার মগটিলা এলাকায়। 

ঘটনার বিবরণে জানা যায়, বৃহস্পতিবার দুপুর নাগাদ পানিসাগরের জলে বাসা বাজারের ব্যবসায়ী বিমল নাথ কিছু সময়ের জন্য দোকান খালি ফেলে পার্শ্ববর্তী এলাকায় গিয়েছিলেন। কিছুক্ষণের মধ্যেই ফিরে এসে লক্ষ্য করেন তার দোকানের ভিতর থেকে এক ব্যক্তি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। দৌড়ে গিয়ে দোকান মালিক বিমল না তাকে আটক করেন। 

প্রথমে সে চুরি করে টাকা পয়সা নিয়ে যাওয়ার কথা সম্পূর্ণভাবে অস্বীকার করে। দোকান মালিকের চিৎকারে পার্শ্ববর্তী দোকানের লোকজনরাও ছুটে আসেন। তাকে আটক করে রেখে দোকান মালিক দোকানের ভিতরে ঢুকে দেখেন ক্যাশ বাক্স থেকে টাকা-পয়সা সবকিছু নিয়ে গেছে। উত্তেজিত জনতা আটক চোরকে উত্তম মাধ্যম দেন। উত্তম মধ্যম খেয়ে সে ঘটনার দায় স্বীকার করে এবং টাকা পয়সা তাদের হাতে তুলে দেয়। খবর পাঠানো হয় পানি সাগর থানায়। পুলিশ এসে তাকে থানায় নিয়ে যায়। তার বিরুদ্ধে মামলা গ্রহণ করেছে পুলিশ। দিন-দুপুরে দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র চাঞ্চলের সৃষ্টি হয়েছে।