রাষ্ট্রপতির হাত থেকে আজ পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করবেন রাজ্যের স্মৃতিরেখা চাকমা

আগরতলা, ৯ মে: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করবেন রাজ্যের স্মৃতিরেখা চাকমা। বয়ন শিল্পে অসাধারণ অবদানের জন্য ওনাকে এই পুরস্কারে ভূষিত করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ রাষ্ট্রপতি ভবনের দরবার হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে রাষ্ট্রপতির হাত থেকে তিনি  পদ্মশ্রী পুরস্কার গ্রহণ করবেন।।

উল্লেখ্য, স্মৃতি রেখা চাকমা পরিবেশ বান্ধব উদ্ভিজ রঙিন সুতির সুতোকে ঐতিহ্যবাহী ডিজাইনে ফুটিয়ে তুলেছেন কাপড়ে৷ তিনি গ্রামীণ মহিলাদের বয়ন শিল্পে প্রশিক্ষণ দেওয়ার জন্য উজিয়া জাধা নামে একটি সামাজিক ও সংস্কৃতি প্রতিষ্ঠান করেছেন৷ তিনি শৈশবে তার দিদাকে ঐতিহ্যবাহী নাগা পদ্ধতি ব্যবহার করে কটি তাঁতে বুনতে দেখছেন এবং এখন তিনি এই কাজে তরুণ প্রজন্মকে প্রশিক্ষণ দিচ্ছেন৷ তাঁর বয়স ৬৩ বছর৷