শিলিগুড়ি, ৯ মে (হি.স.): শিলিগুড়িতে আগুন ধরে গেল রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে। শিলিগুড়ির শক্তিগড় এলাকার ঘটনা। বৃহস্পতিবার শক্তিগড় ৩ নম্বর রাস্তায় একটি বাড়ির সামনে গাড়িটি দাঁড়িয়ে ছিল। জানা গিয়েছে, গাড়িটি সার্ভিসিং করে নিয়ে আসা হয়। হঠাৎই গাড়িটিতে আগুন দেখতে পান স্থানীয়রা।
গাড়ির বোনেট থেকে প্রথমে আগুন বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে আশেপাশের বাড়ি থেকে জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু হয়। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। গাড়ির ভেতরে কেউ না থাকায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটি।