হুগলি, ৮ মে (হি.স.) : ‘‘সন্দেশখালিতে কেমন টাকার খেলা হয়েছে, দেখলেন তো সকলে! মা-বোনেদের সম্মান নষ্ট হলে টাকার বিনিময়ে কি তা আর ফেরানো যায়? ভোটের বাক্সে এর বদলা হবে।’’
বুধবার আরামবাগের নির্বাচনী সভায় ভাষনে এই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা থেকে সন্দেশখালি, চাকরি বাতিল প্রভৃতি একাধিক ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেছেন তিনি। সন্দেশখালির আন্দোলনে লোকসভা ভোটের আগে তৃণমূল সরকার কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল। তার পর কিছু দিন আগে সেখানকার ‘স্টিং ভিডিয়ো’ প্রকাশ্যে এসেছে। যেখানে বলা হয়েছে, টাকার বিনিময়ে সন্দেশখালির ঘটনা সাজানো হয়েছিল।
হাই কোর্টের চাকরি বাতিলের রায়ে সুপ্রিম কোর্ট মঙ্গলবার স্থগিতাদেশ দিয়েছে। তাতে তিনি তৃপ্ত বলে জানিয়েছেন মমতা। সেই সঙ্গে বিজেপিকে তাঁর কটাক্ষ, ‘‘ওরা চাকরিখেকো বাঘ। ২৬ হাজার ছেলেমেয়ের চাকরি খেয়ে নিয়েছিল। বেতনও ফেরত দিতে বলেছিল। আমি প্রথম থেকে বলেছিলাম, ওদের পাশে আছি।’’