নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ৮ মে: বিদ্যুৎ দপ্তরের গাফিলতিতে আবারও এক ব্যক্তি প্রাণ হারালো। এই দুর্ঘটনাটি ঘটে কাঞ্চনপুরের নাইসিংপাড়া এলাকায়। বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে চার দিন যাবত গ্রামে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় বিদ্যুৎ খুঁটিতে উঠে বিদ্যুৎ পরিষেবা চালু করতে গিয়ে মৃত্যু হয় ওই ব্যক্তির। বিদ্যুৎ খুঁটিতে উঠে কাজ করতে গিয়ে বাবুজয় পাড়ার মিলন কুমার রিয়াং বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়। এই দুর্ঘটনাটি এলাকাবাসীর নজরে পড়তেই আনন্দবাজার থানায় খবর দেন। ঘটনা স্থলে আনন্দবাজার থানার পুলিশ ছুটে আসে।
বিদ্যুৎ দপ্তরকে খবর দিলে বিদ্যুৎ নিগমের কর্মীরা এসে বিদ্যুতের লাইন কেটে খুঁটিতে উঠে ওই ব্যক্তিকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে দশদা প্রাথমিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে ওই ব্যক্তিকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ওই ব্যক্তি পেশায় রাজমিস্ত্রির কাজ করেন বলে জানা গেছে। ঘটনাকালীন সময় উনার স্ত্রী জুমে কাজ করছিল বলে জানা গিয়েছে । উনার একটি বাচ্চা নিয়ে মিলন কুমার বিয়াং এর স্ত্রী এখন নিরুপায়। এই ঘটনায় এলাকার প্রচুর লোকজনেরা এসে মিলন কুমার রিয়াংকে বাঁচানোর আপ্রান চেষ্টা করেও মিলন কুমার রিয়াং এর জীবন বাঁচাতে পারেননি গ্রামবাসীরা।।