আগরতলা, ৭ মে : আজ ভোর রাতে বিশালগড় থানাধীন চড়িলাম পুরান বাড়িস্থিত ব্রিজের রেলিং ভেঙে পড়েছে। তাতে বিশালগড়ে পানীয় জলের পরিষেবা মুখ থুবড়ে পড়েছে।
ঘটনা বিবরণে জানা গিয়েছে, ভোর রাতে ১৮ চাকার লরিটি আগরতলা থেকে উদয়পুরগামী লরি করে টাইলস নিয়ে যাওয়ার সময় পুরান বাড়ি ব্রিজের মোর কাটার সময় গাড়ি থেকে কন্টেইনার ছিটকে উল্টে যায়। কন্টেইনার ছিটকে পড়ে যাওয়া ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায় এতে গোটা এলাকায় পানীয় জলের পাইপ ও ভেঙে যায়। সকাল থেকে পানীয় জলের পরিষেবা বন্ধ হয়ে যায় নেতাজি কলোনী , পুরান বাড়ি হাপাজিরা মোরা সহ গোটা এলাকায় পানীয় জলের পরিষেবা বন্ধ হয়ে যায়।