আগরতলা, ৬ মে : গোপন সংবাদের ভিত্তিতে জি আর পি এবং আর পি এফের যৌথ অভিযানে আগরতলা রেল স্টেশন থেকে ৬১ কেজি গাঁজা উদ্ধার করে। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ৪ লক্ষাধিক টাকা হবে। সাথে বহিঃরাজ্যের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল বিকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে বহিঃরাজ্যের দুই যুবক নেশা সামগ্রী নিয়ে আগরতলা রেল স্টেশনে আসবে। সেই খবরের ভিত্তিতে জি আর পি এবং আর পি এফ থানার পুলিশের যৌথ অভিযান চালিয়েছে অভিযানে সন্দেহভজন দুই যুবককে আটক করে তল্লাশি চালানো হয়েছিল। তল্লাশিতে ৬১ কেজি গাঁজা উদ্ধার করে। সাথে বহিঃরাজ্যের দুই যুবক গ্রেফতার করা হয়েছে। আজ তাঁদের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
ধৃতরা হলেন,বিহারের বাসিন্দা দীপক কুমার(২০) এবং অশোক রায়(২১)। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ৪ লক্ষাধিক টাকা হবে। তাঁরা গাঁজা আগরতলা থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল।