আগরতলা, ৬ মে : নেশা সামগ্রী সেবন করার সময় এলাকাবাসীর হাতে আটক তিন যুবক। ওই ঘটনায় রাজধানীর রামনগর ৩ নং রোড এলাকার চাঞ্চল্য দেখা দিয়েছে। পরবর্তী সময়ে হাইকোর্ট স্টাফ কোয়ার্টার থেকে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
জনৈক এলাকবাসী জানিয়েছেন, বহুদিন যাবৎ মৃত তপন ঘোষের ছেলে হাইকোর্ট কর্মীদের আবাসনে ড্রাগস সেবন করে আসছে । আজ ড্রাগস সেবন করার সময় এলাকাবাসীরা তাদের আটক করে। তার ঘর থেকে প্রায় ৫০০ খালি কৌটা সহ ভর্তি ১০ থেকে ১২ টি কৌটা উদ্ধার করে। পরবর্তী সময় রামনগর থানার পুলিশ এসে তাদের কেতুলে নিয়ে যায়।