ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। টানা জয়ের লক্ষ্যে কসমোপলিটন আগামীকাল মাঠে নামছে। প্রতিপক্ষ মৌচাক ক্লাব। পক্ষান্তরে মৌচাকও কিন্তু মুখিয়ে রয়েছে প্রথম জয়ের স্বাদ পেতে। প্রথম ম্যাচে হার্ভের সঙ্গে ১৬২ রানে হেরে যাওয়ার কথাটা ভুলেই মৌচাক কসমোপলিটনের বিরুদ্ধে আগামীকাল পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে খেলতে নামছে। কসমোপলিটন কিন্তু প্রথম ম্যাচে ইউনাইটেড বিএসটি’র বিরুদ্ধে পাঁচ উইকেট এর ব্যবধানে দুর্দান্ত জয় দিয়ে লীগ অভিযান শুরু করেছে। যদিও কসমোপলিটন ও মৌচাকের মধ্যে ২ এপ্রিল সমীরন চক্রবর্তীর স্মৃতি টি-টোয়েন্টি আসরে একবার সাক্ষাৎ হয়েছিল। তাতে কসমোপলিটন ৬ উইকেট এর ব্যবধানে মৌচাককে পরাজিত করেছিল। আগামীকালের ম্যাচে কসমোপলিটনকে এগিয়ে রাখলেও অনিশ্চয়তার খেলা ক্রিকেট নিয়ে কেউ কিন্তু আগের থেকে হলফ করে কিছু বলতে পারেনা। তাই মাঠে কোন্ দল কেমন খেলে তার দিকেই তাকিয়ে ক্রিকেট প্রেমীরা।
2024-05-06