আমেঠি, ৬ মে (হি.স.): উত্তর প্রদেশের আমেঠিতে হামলা চলল কংগ্রেস কার্যালয়ে, কংগ্রেস কার্যালয়ে হামলা চালানোর পাশাপাশি বাইরে দাঁড়িয়ে থাকা একাধিক গাড়িও ভাঙচুর করা হয়। রবিবার মধ্যরাতে এই হামলার ঘটনা ঘটে আমেঠির গৌরীগঞ্জে অবস্থিত কংগ্রেস কার্যালয়ে। হামলা চালানোর পরই দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দলীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে কংগ্রেস কর্মীরা সড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ দেখান, তাঁদের বোঝানোর পর পরিস্থিতি সামাল দিয়েছে পুলিশ। এই হামলার ঘটনায় পুলিশ মামলা রুজু করেছে। সামাজিক মাধ্যম এক্স-এ একটি ভিডিও আপলোড করে, এই হামলার জন্য বিজেপিকে দায়ী করেছে কংগ্রেস।