বকেয়া মেটানোর দাবিতে বিক্ষোভ ইটভাট্টার শ্রমিকদের

আগরতলা, ৬ মে : বকেয়া পাওনার দাবিতে আজ ‘বাবা’ ইটভাট্টার শ্রমিকরা দুর্গানগর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন। এতে করে রাস্তার দু’পাশে আটকে পড়ে যান চলাচল।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, সোনামুড়া মহকুমার অন্তর্গত ভেলুয়ারচর এলাকার বাবা কোম্পানির ইট ভাট্টায় কাজ করতে আসা বহি রাজ্যের শ্রমিকরা গত এক মাস ধরে তাদের ন্যায্য পাওনা পাচ্ছেন না। পরবর্তী সময়ে তারা ন্যায্য মালিকদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও মালিকের দেখা মিলেনি। তাই বাধ্য হয়ে সোমবার দুপুরে শ্রমিকরা পায়ে হেঁটে বিশালগড় মহকুমার অন্তর্গত দুর্গানগর এলাকায় তাদের ন্যায্য পাওনা পাওয়ার দাবিতে পথ অবরোধে বসে। তাদের এই অবরোধের ফলে রাস্তার উভয়দিকে গাড়ি চলাচল আটকা পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশালগড় থানা পুলিশ। পুলিশ অবরোধকারীদের সাথে কথাবার্তা বলেন। প্রশাসন আশ্বাস দিয়েছে ওই মালিকদের সাথে কথা বলে শ্রমিকদের ন্যায্য পাওনা মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। পরে পুলিশের এই আশ্বাস পেয়ে শ্রমিকরা পথ অবরোধ প্রত্যাহার করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *