আগরতলা, ৬ মে : সাত সকালে যান দূর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। সোমবার আসাম আগরতলা জাতীয় সড়কের তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট এলাকায় দুই গাড়ির সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে টিআর০৫সি১৭১৬ নম্বরের একটি পাথর বোঝাই লরি চুড়াইবাড়ি থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে তেলিয়ামুড়া থানা এলাকার চাকমাঘাট এলাকায় মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে গাড়ির টায়ার চেক করছিল। ওই সময় পেছন দিক থেকে টিআর০৬১৫৯২ নম্বরের একটি মাল বোঝাই ছোট গাড়ি সজোড়ে ধাক্কা দেয়। এতে ছোট গাড়িতে থাকা গাড়ির মালিক ঘটনাস্থলেই মৃত্যু হয়। যদিও ওই ব্যাক্তির নাম জানা সম্ভব হয়নি। এদিকে লোকজনের উপস্থিতি টের পেয়ে মাল বোঝাই গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সাথে সাথে খবর দেওয়া হয়েছিল তেলিয়ামুড়া দমকলবাহিনীকে। দমকলকর্মীরা তাঁকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে।