মালদা, ৫ মে (হি. স.): প্রথমবার ভোট প্রচারে বাংলায় এলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তৃতীয় দফার ভোটের আগে রবিবার দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর সমর্থনে সুজাপুরে সভা করেন কংগ্রেস সভাপতি খাড়গে।
এদিন জনসভা থেকে তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন, এখন থেকেই আমরা যদি নিজেদের অধিকার বুঝে না নিই, তাহলে দেশ থেকে আগামীদিনে গণতন্ত্র মুছে যাবে।