আগরতলা, ৩ মে : আগরতলা টিআরটিসি -তে পরীক্ষার্থী শূন্য বাস। আসামে বাস দুর্ঘটনার পর কোন পরীক্ষার্থী বাসে করে আজ ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে যেতে চাইছে না।
ত্রিপুরা স্টেট কো অপারেটিভ ব্যাঙ্কের পরীক্ষার্থীদের পরীক্ষা দেওয়ার জন্য আজ সকাল ৮টা নাগাদ টিআরটিসি থেকে আসামের উদ্দেশ্যে রওয়না দেওয়ার কথা ছিল। কিন্তু ত্রিপুরা স্টেট কো- অপারেটিভ ব্যাংকের চাকুরী পরীক্ষার্থী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে পড়ে। তাতে একজনের মৃত্যু হয়েছে। ওই দুর্ঘটনায় প্রায় ৪০ জন যাত্রী আহত হয়েছেন।ওই দুর্ঘটনার পর ভয়ে কেউ বাস দিয়ে আসাম যেতে চাইছেন না।