আগরতলা, ৩ মে : নিজ ঘরে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক যুবক। ওই ঘটনা গোবিন্দপুর এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার তদন্তে নামে চুড়াইবাড়ি থানার পুলিশ।
ঘটনার বিবরনে জানা গিয়েছে, শুক্রবার কাকভোরে আনুমানিক চারটা নাগাদ বাড়ির লোকজনদের অজান্তে উত্তর ত্রিপুরা জেলার চুড়াইবাড়ি থানাধীন গোবিন্দপুর গ্রামপঞ্চায়েতের ২নং ওয়ার্ড এলাকায় নিজ ঘরে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় এক যুবক। তার নাম নিতেন কুমার সিংহ (১৬) পিতা নীল কুমার সিংহ। পরবর্তীতে খবর দেওয়া হয় চুড়াইবাড়ি থানায়। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে চুড়াইবাড়ি থানার পুলিশ কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে নিয়ে গিয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি কারনে আত্মঘাতী হয়েছে ওই যুবক তা এখনো জানা যায়নি।