BRAKING NEWS

চাকরির পরীক্ষা দিতে গিয়ে জান দুর্ঘটনায় মৃত দ্বীপরাজের শেষকৃত্য পর্যন্ত কোন সাহায্য করেনি প্রশাসন, অভিযোগ বাম ছাত্র সংগঠনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে: ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংকের পরীক্ষা দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দীপরাজ দেববর্মার। তার মৃতদেহ বাড়িতে আনা পর্যন্ত কোন সাহায্য করেনি প্রশাসন। এমনই অভিযোগ তুললেন বাম ছাত্র সংগঠনের নেতৃত্ব নবারুণ দেব।

তিনি বলেন, রাজ্য সরকারের পরামর্শ অনুযায়ী ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক মহিরাজ্যে পরীক্ষার স্থান ঠিক করেছে। রাজ্যের বেকার যুবক-যুবতীরা নিজের টাকা পয়সা খরচ করে পরীক্ষা দিতে গিয়ে যান দুর্ঘটনায় আহত হয়েছেন। প্রাণ গেছে দ্বিপরাজ দেববর্মার। শিলচর মেডিকেল কলেজ থেকে তার দেহ ত্রিপুরায় নিয়ে আসা পর্যন্ত কোনো সাহায্য করেনি প্রশাসন। এমনই অভিযোগ করেন তিনি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। নবারুণ দেব বলেন, দীপরাজের শেষকৃত্য সম্পন্ন হয়ে গেলেও প্রশাসনের কোন আধিকারিক তাদের বাড়িতে যায়নি। কোন ধরনের সহানুভূতি তাদের প্রতি প্রকাশ করা হয়নি। তার পরিবারকে একটি চাকরি প্রদান করার দাবি জানিয়েছেন বাম ছাত্র সংগঠন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *