ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। উমাকান্ত কোচিং সেন্টারের উদ্যোগে আগামীকাল এক স্মরণ সভা অনুষ্ঠিত হচ্ছে। উমাকান্ত কোচিং সেন্টারের প্রাক্তন সভাপতি, ফুটবলার এবং প্রশিক্ষক হরি শর্মার স্মরণসভা আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে। বিকেল সাড়ে পাঁচটায় স্মরণসভার কাজ শুরু হবে উমাকান্ত কোচিং সেন্টার অফিস ঘরের সামনে। এই স্মরণ সভায় প্রাক্তন, বর্তমান ফুটবলার, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক থেকে শুরু করে সর্বস্তরের ক্রীড়াবিদদের উপস্থিত থাকার জন্য উমাকান্ত কোচিং সেন্টারের পক্ষ থেকে সম্পাদক দীপঙ্কর দাশ এক বিবৃতিতে অনুরোধ জানিয়েছেন।