আগরতলা, ৩ মে : দুর্ঘটনার কবলে পড়ে কিডজি স্কুলের ভ্যান। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের জমিতে গিয়ে পড়ে গাড়িটি। অল্পতে রক্ষা পেল গাড়িতে থাকা প্রায় সাতজন স্কুল পড়ুয়া কচিকাঁচারা। কিন্তু ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শিলচর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ স্কুল পড়ুয়া কচিকাঁচাদের নিয়ে টি আর ০৫ ৩৫৯০ নম্বরের কিডজি স্কুলের ভ্যান করে যাওয়ার পথে ধর্মনগরের পশ্চিম দেওয়ানপাশা গ্রাম এলাকায় গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। তাতে অল্পতে রক্ষা পেল গাড়িতে থাকা প্রায় সাতজন স্কুল পড়ুয়া কচিকাঁচারা। কিন্তু ওই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন গাড়ির চালক গুণমনী সিং। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে শিলচর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।