আগরতলা, ৩ মে : ত্রিপুরা স্টেট কো- অপারেটিভ ব্যাংকের চাকুরী পরীক্ষার্থী বোঝাই বাস দুর্ঘটনায় নিহত দ্বীপরাজ দেব্বর্মার নিথর দেহ শুক্রবার নিজ বাড়িতে আনতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন। পরিবারের সদ্যসরা দুঃস্বপ্নেও ভাবতে পারেনি কফিন বন্দী হয়ে দ্বীপরাজ বাড়ি ফিরবে।
প্রসঙ্গত, ত্রিপুরা স্টেট কো- অপারেটিভ ব্যাংকে পরীক্ষা দেওয়ার জন্য এএস০১এমসি ০২৪৩ নম্বরের বাস চন্দ্রপুর আইএসবিটি থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল।রাত ১২ টা নাগাদ ডিমা হাসাও জেলার হারেঙ্গাজাও ডিটক্সছড়া এলাকায় বাসটি দূর্ঘটনার কবলে পড়ে। বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। তাতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়েছে। তাঁর নাম কমলপুর শহরের মহারানীর বাসিন্দা দ্বীপরাজ দেব্বর্মা(৩৩)। তাঁর দুই মাস আগে বিবাহ হয়েছিল। সে পরীক্ষার্থী কমিশনার দেববর্মার সম্পর্কে শ্যালক ছিলেন। ওই দুর্ঘটনায় প্রায় ৪০ জন যাত্রী আহত হয়েছে। দুর্ঘটনার সময় বাসে পরীক্ষার্থী সংখ্যা বেশি ছিল.