কল্যাণপুর, ৩ মে : একদিকে তীব্র গরমের ঝাঁজে পুড়ছে রাজ্য, বৃষ্টির দেখা না পেয়ে দিশাহারা জনজীবন। এই অবস্থায় দাঁড়িয়ে প্রশাসন থেকে বারবার অনুনয় করা হচ্ছে সাধারণ মানুষ যাতে করে সচেতন থাকে এবং তীব্র দাবদাহের মধ্যে যাতে রাস্তায় না বেরুতে হয় সেই বিষয়টা নজরে রাখার জন্যও বারবার আবেদন রাখা হচ্ছে।
তবে এরই মধ্যে কল্যাণপুরের ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের সামনের যে চিত্র সেই চিত্র প্রমাণ করছে সত্যি সত্যি সাধারণ মানুষের কপালটাই খারাপ। প্রচন্ড গরমের মাঝেও কল্যাণপুর গ্রামীণ ব্যাংকের ভেতরে বাইরে প্রচুর সংখ্যক গ্রাহক উপস্থিত থাকছেন। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে দেখা গেছে ব্যাংকের নাকি সফটওয়্যার সম্পর্কিত কিছু একটা গোলযোগ হয়েছে তার জন্য সমস্ত গ্রাহক বিশেষ করে যারা রেগা কাজের পারিশ্রমিক গ্রামীণ ব্যাংকের মাধ্যমে পেয়ে থাকেন তাদেরকে রীতিমতো লাইন ধরে পুনরায় আধার লিংক করতে হচ্ছে।
স্বাভাবিকভাবেই সহজেই অনুমেয় এই গরমের মধ্যে এভাবে ভিড় করে আধার লিংকে করতে গিয়ে কল্যাণপুর গ্রামীণ ব্যাংকের একাংশ গ্রাহককে প্রচন্ড হয়রানির শিকার হতে হচ্ছে। গোটা বিষয় নিয়ে বিভিন্ন অংশের গ্রাহকদের সাথে কথা বললে তারা এ বিষয়ে তাদের যে প্রচন্ড অসুবিধা হচ্ছে তা স্বীকার করার পাশাপাশি দাবি করেন যাতে করে এই সমস্যা অনতিবিলম্বে সমাধান করা যায় তার জন্য ব্যাংক কর্তৃপক্ষ কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুক।