ধরমশালা, ৩ মে (হি.স.): উত্তর প্রদেশের রায়বরেলি থেকে প্রার্থী হওয়া নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। পাশাপাশি রাহুলের “ভয় পেও না” শব্দবন্ধকেও বিঁধেছেন অনুরাগ সিং ঠাকুর।
শুক্রবার হিমাচল প্রদেশের ধরমশালায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ সিং ঠাকুর বলেছেন, “কখনও কখনও রাহুল গান্ধী বলতেন ভয় পেও না, এখন ভয়ের কারণে, আমেঠি থেকে ওয়ানাড এবং ওয়ানাড থেকে রায়বরেলি পর্যন্ত পরাজয়ের প্রতি তাঁর ভয়ের ইঙ্গিত তাঁকে সর্বত্র নিয়ে যাচ্ছে…তিনি নিজের বোনকেও (প্রিয়াঙ্কা গান্ধী বঢরা) ন্যায়বিচার দিলেন না, একদিকে যেমন রবার্ট বঢরা টিকিট চেয়েছিলেন এবং অন্যদিকে দলের দাবি ছিল প্রিয়াঙ্কা গান্ধীর জন্য, তবে দলের তালিকায় তাঁদের নাম উল্লেখ করা হয়নি, এতে বোঝাই যাচ্ছে কংগ্রেসে কিছু চলছে।”

