নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩ মে: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১৮ কেজি গাঁজা উদ্ধার করে পিআর বাড়ি থানার পুলিশ । অভিযান চলে শুক্রবার বিকেলে রাজনগর পিআর বাড়ি থানাধীন বরদৌস লেইক এলাকায়। ইন্সপেক্টর কাথারাই দেববর্মার নেতৃত্বে এই অভিযান চলে। বরদৌস লেইক এলাকায় দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে গভীর জঙ্গল থেকে বস্তা উদ্ধার করে পুলিশ। এই বস্তা থেকে ১২০ প্যাকেট গাঁজা উদ্ধার হয়। মোট ১১৮ কেজি শুকনো গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ উদ্ধারকৃত গাঁজার বস্তা নিয়ে আসা হয় পিআর বাড়ি থানায়।
2024-05-03