নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মে: নাবালিকা অপহরণের ছমাস পর গ্রেপ্তার হলো অভিযুক্ত। অভিযুক্তের নাম তমাল সরকার (২৪)। তার বাড়ি লেফুঙ্গা থানা এলাকায়।
খবরে প্রকাশ, গত চার নভেম্বর ২০২৩ ইং তারিখে যাত্রাপুর থানার অন্তর্গত ১৪ বছরের এক নাবালিকাকে অপহরণ করা হয়েছিল। ওই নাবালিকাকে খুজে না পেয়ে ঘটনার বিবরণ দিয়ে যাত্রাপুর থানার পুলিশের কাছে এক লিখিত অভিযোগ করে নাবালিকার পরিবার। ঘটনার তিনদিন পরে পুলিশ তদন্তে নেমে মেয়েটিকে উদ্ধার করেছিল। কিন্তু এই ঘটনায় কাউকে জালে তুলতে সক্ষম হয়নি পুলিশ।
অবশেষে দীর্ঘ ছয় মাস পর যাত্রাপুর থানার পুলিশের কাছে গোপন খবরের ভিত্তিতে খবর আসে নাবালিকা অপরহমান কাণ্ডের অভিযুক্ত তার নিজ বাড়িতে এসেছে। এই খবর পেয়ে পুলিশ গভীর রাতে অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। শুক্রবার ভোর বেলায় তাকে যাত্রাপুর থানায় নিয়ে আসা হয়েছে। এদিনই তাকে আদালতে সোপর্দ্য করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে এই ঘটনায় জড়িত অন্যান্যদের খোঁজ মিলবে বলে ধারণা পুলিশের।