BRAKING NEWS

দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত কুণাল ঘোষ

কলকাতা, ১ মে (হি.স.) : কুণাল ঘোষের বিরুদ্ধে বড় পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের। দলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত কুণাল ঘোষ। বুধবার প্রেস বিবৃতি দিয়ে জানিয়েছে তৃণমূল।

উত্তর কলকাতার শ্যামসুন্দরতলা এলাকায় একটি ক্লাবের তরফে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই মঞ্চে উপস্থিত ছিলেন তাপস রায়। সেখানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। কুণালের দাবি অনুযায়ী, ক্লাবের তরফ থেকে তাঁকে আহ্বান জানানো হয়েছিল। তিনি যাওয়ার পর তাপস রায়কে দেখতে পান। ঘটনা প্রসঙ্গে বলতে গিয়েই মঞ্চে দাঁড়িয়ে কুণাল বলেন, “রাজনীতি রাজনীতির জায়গায় থাকুক। তাপস দাকে আমরা শেষ চেষ্টা করেছিলাম, এক পরিবারের মধ্যে রাখতে। কারণ তাপস দা আমাদের খুব প্রিয় পাত্র। তাপস দার দরজা সব সময়ে খোলা থাকে। তাপস দা যেভাবে মানুষকে অতীতে পরিষেবা দিয়েছেন, সেটা রাজনীতিবিদ তাপস দার বড় ফ্যাক্টর। দুর্ভাগ্য, আমরা রাজনীতির ময়দানে তাপসদাকে এখন উল্টোদিকে পাচ্ছি। ভোটের প্রার্থী, আমাদের দলের প্রার্থীও লড়ছেন, প্রার্থী হিসাবে ব্যক্তিগতভাবে আমি তাপস দাকে জনপ্রতিনিধি হিসাবে এক ইঞ্চিও পিছনে রাখতে পারব না।” কুণালের মন্তব্য নিয়ে শোরগোল পড়ে।

এরপর কুণাল একটি প্রেস কনফারেন্স করেন। সেখানে তিনি সুদীপের জনসংযোগ নিয়ে প্রশ্ন তোলেন। সেই প্রসঙ্গে বলতে গিয়ে আরও একবার কুণালের মুখে তাপস-স্তূতি শোনা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *