আগরতলা, ১ মে : আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশে শ্রমজীবী মানুষের উপর ক্রমাগত আক্রমণ করা হচ্ছে। তাই দেশ থেকে বিজেপি সরকারকে উৎখাত করতে হবে। আজ আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবসে বিজেপির বিরোধে সুর চড়ালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
সারা দেশের সাথে রাজ্যেও ১লা মে, আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উদযাপিত হচ্ছে। আজ সকালে সিপিএমের রাজ্য দপ্তরে শ্রমিক সংহতি দিবস উদযাপিত হয়েছে। এদিনে বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী দলীয় পতাকা উত্তোলন করে. পাশাপাশি সিআইটিইউ রাজ্য দপ্তরের এদিন দলীয় পতাকা উত্তোলন করেন সিআইটিইউ রাজ্য সভাপতি মানিক দে। এছাড়াও উপস্থিত ছিলেন সিআইটিইউ রাজ্য সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ সিআইপি নেতা অমল চক্রবর্তী সহ অন্যান্যরা।
তাছাড়া, আজ সকালে সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটি মে দিবস পালন করা হয়েছে।