আগরতলা, ১ মে : রক্তদান মানবজাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সামাজিক সেবা।আজ বিজেপি রামনগর মন্ডলের উদ্যোগে আয়োজিত রক্তদান উৎসবে একথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য।
এদিনের রক্তদান শিবিরে উপস্থিত হয়ে রক্তদাতাদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভটাচার্য্যে , মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা।
এদিন রাজীব ভট্টাচার্য্য বলেন, গরম তাপদাহে মানুষ যখন শারীরিকভাবে নাজেহাল তখন রক্তের সংকট মেটানোর জন্য আজ ভারতীয় জনতা পার্টি ৭ রামনগর মন্ডলের উদ্যোগে এক মেগা রক্তদান শিবিরের অনুষ্ঠানেআয়োজন করা হয়েছে। রক্তদানের মাধ্যমে বিভিন্ন অসহায় মানুষকে সাহায্য করে তাদের মূল্যবান জীবন বাঁচানো সম্ভব।