খান্ডোয়া, ৩০ এপ্রিল (হি. স.): বিনা ইঞ্জিনে ২৫০ মিটার ছুটল ট্রেন। সেইসঙ্গে লাইনচ্যুত একের পর এক বগি।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মধ্যপ্রদেশের খান্ডোয়া-ইটারসি রেলপথে ইঞ্জিন থেকে একটি মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। প্রায় ২৫০ মিটার ট্র্যাকে পিছনের দিকে চলে যাওয়ার সময় কোচগুলি লাইনের খুঁটির সাথে সংঘর্ষে বেশ কয়েকটি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্থ হয়ে। এর ফলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এই দুর্ঘটনার জেরে দিল্লি-মুম্বই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়।
স্টেশনের এক নম্বর ও ছয় নম্বর প্ল্যাটফর্মে যান চলাচল বিঘ্নিত হয়। এর জেরে সকাল থেকেই স্টেশনে দাঁড়িয়ে পড়ে বেশ কিছু দূরপাল্লার ট্রেন। ঘটনার কারণ এখনও জানা যায়নি।