বহরমপুর, ৩০ এপ্রিল (হি.স.): আগামী ১৩ মে মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে ভোট। জোরকদমে নির্বাচনী প্রচার চালাচ্ছে বিভিন্ন দল। মঙ্গলবার বহরমপুরে ভোটপ্রচার করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গোটা বাংলায় ঘটে চলা একের পর এক হিংসাকাণ্ড চোখে আঙুল দিয়ে দেখালেন তিনি। নিশানা করলেন শাসকদল তৃণমূল কংগ্রেসক। বললেন, ‘দেশকে দিশা দেখানো বাংলা এখন দিশাহীন।’
তিনি এদিন বলেন, ‘রামনবমী কিংবা দুর্গাপুজোয় কখনও উত্তর প্রদেশে হিংসা হয় না। গত সাত বছরে উত্তর প্রদেশে কোনও দাঙ্গা হয়নি, কারফিউ হয়নি। উত্তর প্রদেশে এরকম করলে তাকে উল্টো করে ঝুলিয়ে শিক্ষা দেওয়া হত। এমন শাস্তি দেওয়া হত যে সাত পুরুষ হিংসার কথা ভুলে যেত। দেশকে দিশা দেখানো বাংলা এখন দিশাহীন।’
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আরও বলেছেন, “আমি পশ্চিমবঙ্গ সরকারকে প্রশ্ন করতে এসেছি, যে রাজ্যে আমাদের দুর্গাপূজার বার্তা দেয় সেখানে সন্দেশখালির মতো ঘটনা কীভাবে ঘটছে? এখনকার বাংলা ‘সোনার বাংলা’ নয়, যা আমাদের স্বাধীনতা সংগ্রামীরা কল্পনা করেছিলেন। পশ্চিমবঙ্গকে দাঙ্গায় ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, তা কংগ্রেস হোক বা তৃণমূল- উভয় দলই এক হয়ে রাজ্যে লুটপাট করে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”