কেজরিওয়ালের সমর্থনে ওয়াকাথন আম আদমি পার্টির

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (হি. স.): দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সমর্থনে রবিবার ওয়াকাথনের আয়োজন করলো আম আদমি পার্টি।

এএপি-র অতিশী, সৌরভ ভরদ্বাজের নেতৃত্বে ওয়াকাথন হয় এদিন। বিজেপির বিভিন্ন নীতির বিরুদ্ধে জনগণকে সজাগ করতে এবং জেলবন্দি কেজরিওয়ালকে সমর্থন জানাতে এই ওয়াকাথনের আয়োজন বলে জানিয়েছেন এএপি নেতা সোমনাথ ভারতী। তিনি বলেন, কাউকে দোষ না করেও জেলে থাকতে হয়। আর কেউ বড় দুর্নীতি করেও বিজেপিতে যোগ দিলে তার সব দোষ ধুয়ে যায়। এমনকি বিজেপিতে ভাল পদ পেয়ে যায় সে। বিজেপি অনেকটা ‘ওয়াশিং মেশিন’-এর মতো হয়ে গেছে বলেও কটাক্ষ করেন তিনি।