বারাণসী, ২৮ এপ্রিল (হি.স.) : বারাণসীর হাইওয়েতে একটি ট্রলারের সঙ্গে ট্রাকের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার ভোররাতে রোহানিয়া থানা এলাকার মোহনসরাই মোড়ের কাছে একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে পাথর বোঝাই একটি ট্রলারের সংঘর্ষে এক ট্রাক চালকের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রলার চালক ঘটনাস্থলেই গাড়ি রেখে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকে আটকে পড়া চালককে উদ্ধার করে ট্রমা সেন্টারে পাঠায়। সেখানে চিকিৎসক চালককে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
2024-04-28