শিলিগুড়ি, ২৮ এপ্রিল (হি.স.): রবিবার তিস্তা খাল থেকে তিন দিন ধরে নিখোঁজ এক যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। শিলিগুড়ি বিভাগের ফাঁসিদেওয়া ব্লকের তিস্তা খাল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের নাম মহেশ চৌধুরী। তিনি শিলিগুড়ির বঙ্কিম নগর এলাকার বাসিন্দা ছিলেন। নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে ফুলবাড়ী এলাকায় হার্ডওয়ারের দোকান চালাতেন।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, ২৫ এপ্রিল দুপুরে মহেশ খাবারের জন্য দোকান থেকে বেরিয়েছিলেন। এরপর হঠাৎ করেই নিখোঁজ হন তিনি। অনেক জায়গায় মহেশকে খোঁজার পর এন.জে.পি. থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়। রবিবার ফাঁসিদেওয়া ব্লকের জলাস নিজাম তারা এলাকার তিস্তা খালে এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ফাঁসিদেব থানার পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খাল থেকে দেহ উদ্ধার করে। এরপর মহেশ চৌধুরীর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরিবারের লোকজন এসে দেহ মহেশ চৌধুরীর বলে শনাক্ত করেন। পরে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায়। এটি খুন নাকি আত্মহত্যা, তদন্ত শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ।