বেঙ্গালুরু, ২৬ এপ্রিল (হি.স.): সাধারণ মানুষের সঙ্গে ভোট দেওয়ার লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী তথা বিজেপি নেত্রী নির্মলা সীতারমন। শুক্রবার সকালে বেঙ্গালুরুর বিইএস পোলিং বুথে গিয়ে ভোট দিয়েছেন নির্মলা সীতারমন। ভোট দেওয়ার পর এদিন প্রথমবারের ভোটারদের সঙ্গেও কথা বলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।
নিজের ভোটাধিকার প্রয়োগ করার পর নির্মলা সীতারমন বলেছেন, “আমি চাই আরও বেশি সংখ্যক মানুষ বাড়ির বাইরে বেরিয়ে ভোট দিক, আমি মনে করি এটা স্পষ্ট যে জনগণ একটি স্থিতিশীল সরকার চায়, তারা ভালো নীতি, অগ্রগতি ও উন্নয়ন চায় এবং সেজন্যই তারা বেরিয়ে আসছে। তারা প্রধানমন্ত্রী হিসেবে মোদীজিকেই দেখতে চায়।”