ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দীর্ঘ ১৬ বছরের গ্যাপ। সে ২০০৮ সালে শেষবারের মতো ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন বৈঠকে আমন্ত্রণ পেয়েছিল। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের এবারকার অর্থাৎ ২০২৪ সালে পুনরায় ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পি টি ঊষা ই-মেইলে ত্রিপুরা অলিম্পিক এসোসিয়েশনের একজন দায়িত্বপূর্ণ প্রতিনিধিকে আগামী ২৯ এপ্রিল, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের সদর কার্যালয় দিল্লিতে অনুষ্ঠিতব্য গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এদিকে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে একজন প্রতিনিধি অবশ্যই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকবেন বলে সংবাদ সূত্রে জানা গেছে। এবং যথাসময়ে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন বলেও খবর রয়েছে।
2024-04-26