মালদা, ২৬ এপ্রিল (হি.স.): বিরোধী তৃণমূল এবং কংগ্রেসকে কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। শুক্রবার মালদা উত্তরের নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “‘বিরোধীরা প্রথম দফার ভোটেই ধ্বস্ত হয়ে গিয়েছে। তৃণমূলের শাসনে শুধু দুর্নীতি হয়। সব ধরণের দুর্নীতি হয়। এরা উন্নয়নকে আটকে রেখেছে। তৃণমূল দুর্নীতি করে আর মানুষকে ভুগতে হয়। বাংলায় কাটমানি, কমিশন ছাড়া কিছু হয় না। কৃষকদেরও ছাড়ে না এরা।’’ ভোট ঘোষণা হওয়ার পর রাজ্যে এই নিয়ে চতুর্থ সফর প্রধানমন্ত্রী মোদীর। এদিন মঞ্চে উপবিষ্ট হওয়ার পর প্রধানমন্ত্রী মোদীকে উত্তরীয় পরিয়ে দেন মালদা দক্ষিণের বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী। মূর্তি উপহার দেন মালদা উত্তরের বিজেপির প্রার্থী খগেন মুর্মু।
এই জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘‘তৃণমূল যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এদের জন্য শিক্ষা ক্ষেত্রে এমন দুর্নীতি হয়েছে যে, ২৬ হাজার পরিবারের সুখ কেড়ে নিয়েছে। রুজিরুটি চলে গিয়েছে। যুব সমাজের উন্নতির সমস্ত পথ বন্ধ করে দিয়েছে তৃণমূল।’’ একই সঙ্গে বিজেপি সরকারের কাজের খতিয়ানও দিলেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, ‘‘বাংলায় ৫০ লক্ষের থেকে বেশি কৃষকদের জন্য আট হাজার কোটি টাকা দিয়েছে। কিন্তু তৃণমূল সরকার সেই টাকা কৃষকদের হাতে পৌঁছতে দিচ্ছে না। তৃণমূলের নেতারা প্রকল্পের টাকা নিয়ে নেয়। কেন্দ্রের সমস্ত প্রকল্প ভেস্তে দেওয়ার চেষ্টা করছে। আয়ুষ্মান প্রকল্পকেও আটকে দিয়েছে।’’ আক্ষেপ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেছেন, “একটা সময় ছিল যখন সমগ্র দেশের উন্নয়নে নেতৃত্ব দিত বাংলা। কিন্তু, প্রথমে বামপন্থী এবং তারপর টিএমসি বাংলার মহানুভবতাকে আঘাত করেছে, বাংলার সম্মানকে ক্ষুন্ন করেছে এবং বিকাশকে থামিয়ে দিয়েছে।”