ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। দুই উইকেটে দুর্দান্ত জয় জেসিসি-র। এই জয়ের সুবাদে জেসিসি কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে। ২৮ এপ্রিল দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জেসিসি সংহতির মুখোমুখি হবে। এদিকে তপন স্মৃতি নকআউট ক্রিকেটে চলমানকে প্রি-কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছে। যদিও টি-টোয়েন্টি আসরে চলমান সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল। মোটকথা, চলমান সঙ্ঘকে আটকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল জেসিসি দল। শুক্রবার টিসিএ পরিচালিত তপন স্মৃতি নক আউট ক্রিকেট টুর্নামেন্টে টি আই টি মাঠে ঘটলো এই ঘটনা। ৫০ ওভারের ম্যাচে জেসিসি দল ২ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো চলমান সংঘকে। টস জিতে চলমান সঙ্ঘ প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ৫০ ওভার খেলে ৯ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ১৬২ রান। ব্যাটে চলমানের পক্ষে সর্বাধিক স্কোর গড়ে তন্ময় দাস। তন্ময় ৮৩ বল খেলে ৩৯ রান করে।এছাড়া রাহুল হোসেন ২৭, কৃষ্ণ ধন নমঃ ২৬, সাহিল দেববর্মা২৩, অমিত দাস ১৪, সুমিত যাদব ১০ রান করে। অতিরিক্ত ভরসা দেয় ১১ রানের। বলে জেসিসির পক্ষে একা ইন্দ্রজিৎ দেবনাথ ২৮ রান দিয়ে ৪ উইকেট দখল করে। এছাড়া পারভেজ সুলতান ১৬ রানে ৩টি, একটি করে উইকেট নেয় অনিকেত শর্মা ও চৌধুরী জুনেদ খানরা। জয়ের জন্য জেসিসির সামনে টার্গেট দাঁড়ায় ১৬৩ রানের। যাকে পাল্টা খেলতে নেমে দল ৩৪.৪ ওভারেই ৮ উইকেট হারিয়ে হাসিল করে নেয়। বিজয়ী দলের পক্ষে রিমন সাহা সর্বাধিক ৬৮ রান করে। তার এই স্কোরে ৯৭বলে ৯ টি চার ও একটি ছয়ের মার সামিল রয়েছে। এছাড়া পল্লব দাস ৩৬, ইন্দ্রজিৎ দেবনাথ ২০ রান করে। অতিরিক্ত দেয় ২০ রানের ভরসা। সুবাদে জয় হাসিল করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল জেসিসি দল। বলে চলমানের পক্ষে সুন আলী ৫ টি উইকেট নিলেও তা দলের পরাজয় রুখতে পারেনি। বিজয়ী দলের ইন্দ্রজিৎ দেবনাথ পেয়েছে প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব।
2024-04-26