কলকাতা, ২৬ এপ্রিল (হি.স.): কংগ্রেসের মুসলিম তোষণ নিয়ে শুক্রবার বিজেপি-র তরফে ফের প্রকাশ্যে কটাক্ষ করা হল। এদিন সকালে বিজেপি-র তরফে এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, “২০০৯-এর এপ্রিল মাসে লোকসভা নির্বাচনের দৌড়ে, ডঃ মনমোহন সিং তাঁর বিবৃতি পুনর্ব্যক্ত করেছিলেন। তিনি বলেছিলেন যে সংখ্যালঘুদের, বিশেষ করে দরিদ্র মুসলমানদের দেশের সম্পদের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া উচিত। তিনি স্পষ্টভাবে বলেন যে তিনি তাঁর পূর্বের দাবিতে অটল। সম্পদের ক্ষেত্রে মুসলমানদের প্রথম অধিকার থাকা উচিত। ডঃ মনমোহন সিং-এর এই দ্ব্যর্থহীন বক্তব্য মুখে মুখে ছড়ানো কংগ্রেসের একটা মনোভাব। তার আগে তিনি যে বিবৃতি দিয়েছিলেন, তার স্পষ্টীকরণকে ভেঙে দেয়। মুসলমানদের প্রতি কংগ্রেসের অগ্রাধিকারমূলক আচরণের যে দাবি আমরা করি, মনমোহন সিং-এর মন্তব্যে সেই নীতি স্পষ্ট। এটি সংরক্ষণ থেকে সম্পদ সব কিছুতে মুসলমানদের অগ্রাধিকার দেওয়ার কংগ্রেসের মানসিকতার আরও প্রমাণ।”
2024-04-26