সকাল ১১টা পর্যন্ত ৩৬.৭৯ শতাংশ ভোট পড়েছে

আগরতলা, ২৬ এপ্রিল : ত্রিপুরায় ভোটগ্রহণ উৎসবের মেজাজে চলছে।সকাল ১১টা পর্যন্ত পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ৩৬.৭৯ শতাংশ ভোট পড়েছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মানুষ ভোটাধিকার প্রয়োগ করছেন।

ত্রিপুরায় রেকর্ড সংখ্যক ভোটের হারের ইতিপূর্বেও নজির রয়েছে। দেশের মধ্যে ত্রিপুরা প্রথম সারির রাজ্যগুলির মধ্যে অন্যতম। সেক্ষেত্রে সকাল থেকেই বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন অস্বাভাবিক নয়।