কলকাতা, ২৫ এপ্রিল (হি.স.) : গার্ডেনরিচে বহুতল ভেঙে মৃতদের পাঁচ লক্ষ টাকা এবং আহতদের দেড় লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। গার্ডেনরিচে বেআইনি নির্মাণ নিয়ে জনস্বার্থ মামলার রায়ে বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।
এদিন শুনানিতে পুর কর্তৃপক্ষ এবং রাজ্য প্রশাসনের সমালোচনা করে হাইকোর্ট। বেআইনি নির্মাণ বন্ধ করতে রাজনৈতিক সদিচ্ছার ওপর জোর দিতে বলেন প্রধান বিচারপতি। বেআইনি নির্মাণ বন্ধ করতে কী পদক্ষেপ করা হয়েছে সে ব্যাপারে প্রশ্ন তুলেছে ডিভিশন বেঞ্চ।