মুম্বই, ২৫ এপ্রিল (হি.স.): মুম্বইয়ের অ্যান্টপ হিল এলাকায় বস্তি এলাকায় একটি মুদির দোকানে সিলিন্ডার ফেটে আগুনে প্রাণ হারালেন ৭০ বছর বয়সী এক পৌঢ়। দু’টি সিলিন্ডার বিস্ফোরণের পর আগুনও ধরে যায়, এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল কর্মীদের চেষ্টায় আগুন আয়ত্তে এসেছে।
পুলিশ ও দমকল সূত্রের খবর, বুধবার গভীর রাত ১১.৫৫ মিনিট নাগাদ একটি মুদির দোকানে দু’টি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ধরে যায়। বৈদ্যুতিক সরঞ্জাম ও মুদির দোকানে সামগ্রী পুড়ে যায়। অ্যান্টপ হিলের জয় মহারাষ্ট্র নগরে, আগুন ছড়িয়ে পড়ে আবাসিক এলাকায়। আগুন বৈদ্যুতিক জিনিসপত্র এবং ইনস্টলেশনের মধ্যে সীমাবদ্ধ ছিল, উপরের তলায় ঘুমন্ত একজন ব্যক্তি নীচের মুদি দোকান থেকে ধোঁয়া ও অগ্নিশিখার মধ্যে আটকে পড়েন। দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিভলেও ওই ব্যক্তিকে বাঁচানো যায়নি। মৃতের নাম – পান্নালাল বৈশ্য। তাঁর শরীরের ১০০ শতাংশ পুড়ে যায়।