আগরতলা, ২৫ এপ্রিল : গোপন খবরের ভিত্তিতে রেল পুলিশ নেশা সমগ্রী সহ বিহারের পাঁচ যুবককে আটক করেছে।তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
জনৈক রেল পুলিশ কর্মী জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে কিছু যুবক নেশা সামগ্রী নিয়ে যোগেন্দ্রনগর রেলস্টেশনে আসবেন। সেই মোতাবেক সরকারি রেল পুলিশ রেল স্টেশনে উত পেতে বসে থাকে।পুলিশের অভিযানে রেল স্টেশন থেকে সন্দেহজনক ভাবে এক যুবকে আটক করে।জিজ্ঞাসাবাদে করে আরো চারজনকে আটক করে পুলিশ । তাঁদের কাছ থেকে তল্লাশি চালিয়ে ১৬০ বোতল এসকফ বাজেয়াপ্ত করে। যার বাজার মূল্য আনুমানিক ৮০ হাজার টাকা হবে।
তিনি আরো জানিয়েছেন, প্রাথামিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছে বিহারের নাগরিক। তাঁরা বর্ধমান থেকে এই এসকফ এনে ত্রিপুরায় পাচার করার উদ্দ্যেশে এসেছিল। তাঁদের আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।