আগরতলা, ২৫ এপ্রিল : রাজ্যের ক্রমাগত চুরির ঘটনা বৃদ্ধি পেয়েই যাচ্ছে। প্রতি রাতে কোন না কোন স্থানে চুরির ঘটনার ফলে মানুষ আতঙ্কে দিন কাটাছেন। উদয়পুর রমেশ চৌমুহনীস্থিত একটি দোকানে চোরের দল হানা দিয়েছে।চোরের দল নগদ দশ হাজার টাকা, বিভিন্ন মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে যায়।
জানা গিয়েছে, গতকাল রাতে অন্যান্য দিনের মতো দোকান বন্ধ করে উদয়পুর রমেশ চৌমুহনী স্থিত রাকেশ দেবনাথ দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। আজ সকালে দোকান খুলতে গিয়ে দোকানের পেছনের দিক ভাঙা। পরবর্তী সময়ে এলাকার অন্যান্য ব্যবসায়ীদের খবর পেয়ে রাকেশ দেবনাথের দোকানে ছুটে গিয়েছে।
এরপর দোকানের মালিক রাকেশ দেবনাথ জানান, তিনি দীর্ঘ দিন ধরে উদয়পুর রমেশ চৌমুহনীস্থিত বিভিন্ন জিনিসপত্র নিয়ে ব্যবসা করে আসছে। গতকাল রাতে পারিবারিক এক অনুষ্ঠানে যেতে হবে তাই দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়। আজ সকালে দোকান খুলতে এসে দেখে চোরের দল দোকানে প্রবেশ করে নগদ দশ হাজার টাকা, একটি মোবাইল সহ দোকানের বিভিন্ন জিনিসপত্র যারমধ্যো সিগারেট,ঠান্ডা পানীয় সহ বহু মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে চোরের দল।