ক্রান্তি, ২২ এপ্রিল (হি.স.) : লোকালয়ে হরিণের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সোমবার সকালে ক্রান্তি ব্লকের ঝাড়মাঝগ্রামের মহুয়া তলায় একটি পরিত্যক্ত মাঠে একটি মৃত হরিণ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় আপালচাঁদ রেঞ্জ অফিসে।
এরপর আপালচাঁদ রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে গিয়ে হরিণের দেহটি উদ্ধার করে নিয়ে যায়। আপালচাঁদ রেঞ্জ অফিস সূত্রে জানা গিয়েছে, হরিণটির দেহ ময়নাতদন্তের পরেই প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।