BRAKING NEWS

‘রায় বেআইনি, শীর্ষ আদালতে যাব’, মুখ্যমন্ত্রী

চাকুলিয়া, ২২ এপ্রিল (হি.স.) : ‘হাইকোর্টের রায় বেআইনি, শীর্ষ আদালতে যাব’। সোমবার শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায় নিয়ে চাকুলিয়ার জনসভা থেকে গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

এদিন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে চাকুলিয়ায় এসে হাইকোর্টের রায় নিয়ে মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‘২৬ হাজার শিক্ষকদের চাকরি চলে যাবে, এমন বোমা। হতাশ হবেন না। কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা পাশে আছি। যত দূর দরকার, লড়াই করব। দেখলেন না সুপ্রিম কোর্ট এটাকে সরিয়ে দিয়েছিল। কাকে নিয়ে করবেন? বিচারের বাণী নিভৃতে কাঁদে। আমি বিচারক নিয়ে বলছি না। রায় নিয়ে বলছি। রায়কে চ্যালেঞ্জ করছি। ২৬ হাজার শিক্ষক মানে দেড় লক্ষ পরিবার। টাকা ফেরত চার সপ্তাহে কি সম্ভব?’

উল্লেখ্য, এসএসসি নিয়োগ মামলায় ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। ২০১৬ সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন যাঁরা, তাঁদের পুরো প্যানেল বাতিল করা হয়েছে। ফলে ২৫,৭৫৩ জনের চাকরি বাতিল হয়েছে। পাশাপাশি আগামী চার সপ্তাহের মধ্যে মেয়াদ উত্তীর্ণ প্যানেলের চাকরিপ্রার্থীদের বেতন ফেরতের নির্দেশ দেওয়া হয়েছে। ১২ শতাংশ সুদ সমেত ফেরত দিতে হবে তাঁদের বেতন। সমস্ত ওএমআর শিটের কপিও আপলোড করতে নির্দেশ দিয়েছে আদালত। এসএসসিকে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *