বিলাসপুর, ২২ এপ্রিল (হি.স.): কংগ্রেস দল বরাবরই রাম বিরোধী ও সনাতন বিরোধী। কটাক্ষ করে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সোমবার ছত্তিশগড়ের লোরমিতে আয়োজিত এক জনসভায় নাড্ডা বলেছেন, “ইউপিএ-র মনমোহন সিং সরকারের সময়, তাঁরা আদালতে একটি হলফনামা দিয়েছিল যে রাম কাল্পনিক এবং কোনও ঐতিহাসিক অস্তিত্ব নেই। এখন ট্রাস্ট তাঁদের মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়, কিন্তু তাঁরা রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান আমন্ত্রণ প্রত্যাখ্যান করে।”
নাড্ডা বলেছেন, “এখন মোদীজির নেতৃত্বে ভারত একাদশ অবস্থান থেকে লাফিয়ে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। এখন আপনারা মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী বানাবেন এবং ২ বছরের মধ্যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে।” নাড্ডার কথায়, এখন মোদীজির নেতৃত্বে ৪ কোটি পাকা বাড়ি তৈরি হয়েছে। এসব বাড়ি সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে সজ্জিত। আপনারা আবার মোদীজিকে প্রধানমন্ত্রী বানান এবং আমরা ৫ বছরে আরও ৩ কোটি বাড়ি তৈরি করা হবে।”